অলীক সুখ
অলীক সুখ
1 min
1.3K
আমার একলা আকাশ, আজ থমকে গেছে,
অব্যক্ত পুরাতনে,
যেখানে আটকে আছে, সময় আমার,
তোমার স্মৃতির টানে।
সেখানে ধূসর অতীত, যক্ষ হয়ে,
বুনছে সময়ের জাল,
আর আদুর আমি, খুঁজছি তাকে,
সঙ্গী মহাকাল।
ঠিকানাবিহীন চিঠিগুলো, আজও তবু,
ভাসছে হাওয়ার বুকে,
হয়তো আজও স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার,
অলীক নতুন সুখে।