STORYMIRROR

Biswarup Pramanick

Inspirational

4.5  

Biswarup Pramanick

Inspirational

অবসর

অবসর

1 min
14


দীর্ঘ কর্মজীবনের হল সমাপ্তি।

থাকবে না আর, গতে বাধা রুটিনের বাঁধাধরা চোখ রাঙানি।

ইচ্ছেরা ডানা মেলবে আপন খেয়ালে, কোনো বিধিনিষেধের করবে না পরোয়া।

নিয়ম নীতির বেড়াজাল ভগ্নপ্রায়, খেয়াল খুশির গন্ডি গুলির বাড়বাড়ন্ত দিগন্ত ছাড়ালো বুঝি।

তবু, কোনো এক শ্রান্ত বিকেলে ব্যালকনিতে রাখা আরাম কেদারায় অলস শরীরটি এলিয়ে করবো স্মৃতি রোমন্থন।

ক্লাস ভর্তি ছোট ছোট ছেলেমেয়ের উচ্ছাস হয়ত বা বাজবে কানে।

মনে পড়ে যাবে টুকরো গল্পগাথা সারাদিনের কর্মব্যস্ততার মাঝখানে।

কখনও সমাজ গড়ার দায়িত্ব, কখনও বা মানুষ গড়ার কারি

গর।

জীবন করেছি উৎসর্গ, কর্মের অতিক্ষুদ্র এ পরিসর।

হয়তো থাকবে না সময়ের সাথে তাল মেলানো বা সময়কে হারানোর বাজি,

তবু, মুক্ত বিহঙ্গ হয়েও, আমি আবারও বাঁধা পড়তে রাজি।

সব পেয়েছির পরেও, যেন এক চিন চিনে বেদনার অনুভূতি।

ঝরা পাতার মাঝে, কখনও বা খুঁজি অস্তিত্বের উপস্থিতি।

না, মনকে বলি, নতুন করে ভাববো সবি।

দীর্ঘ রাত্রির শেষে নব প্রভাতের মতো এ এক নতুন উপন্যাসের সূচনা, যার প্রতিটি অধ্যায় লিখবো আমি, নব নব ঘটনার সমারোহে।

জীবনের বাকি দিনগুলির রসাস্বাদন করবো,

নব উদ্যোমে, নব উৎসাহে।



Rate this content
Log in

Similar bengali poem from Inspirational