আশার স্রোত..
আশার স্রোত..
প্রেম এসেছিল যেমনভাবে
তেমনি আবার আসবে,,
শুকিয়ে যাওয়া মরাদীঘি
আবার স্রোতে ভাসবে...
যে সুরে মন বাঁধছিল তার
হঠাৎ গেছে ছিড়ে ?
নতুন রাগের মূর্ছনাতে
জোয়ারি আসবে ফিরে...
যে আগুনটা জ্বলেছিল
নিবল বুঝি আজ ?
চকমকি তবু ঠিকই আছে
আনবে নতুন সাজ...
যে আঙুলেরা ছেড়ে গেছে
ভাবছ তোমার ভুল ?
তাকিয়ে দেখো নিজের আঙুল
নাগকেশরের ফুল...
কার জন্য ভাবছ বসে
তোমার যোগ্য ছিল ?
আকাশ জুড়ে উড়ছে দেখো
শান্তিদূত, শঙ্খচিলও...
যে মানুষরা বোঝেনা তোমায়
তাদের যাওয়াই ভাল
চলার পথের প্রদীপ রাশি
জ্বালাবে নতুন আলো...
প্রেম আসবে নবরূপে
প্রবল সমারোহে
মরানদী ভরবে আবার
সুরের আবহে...