STORYMIRROR

Manjula Acharya

Abstract Fantasy Others

3  

Manjula Acharya

Abstract Fantasy Others

আমি তোমার

আমি তোমার

1 min
2

তুমি শুষ্ক মরুবালির অবিরত ধূলোর ঝড় ,

আমি উত্তপ্ত পরিসীমা ।

তুমি আবদ্ধ কাননের অহেতুক দৃশ্য,

আমি তোমার সবুজিমা ।

তুমি প্রাত:কালের সোনালি কিরণ,

আমি যে শিশির বিন্দু ।

তুমি সন্ধ্যার রক্তিম রঙ্গোলি,

আমি গো অর্দ্ধ ইন্দু ।

তুমি নীল সাগরের লাজুক লহরী,

 আমি দিগন্তের প্রহেলিকা।

তুমি নীল অম্বরের অসীমিত দৈর্ঘ্য,

আমি শূন্য মরীচিকা ।

তুমি সান্ধ্য নদী তীরের শীতল বাতাস,

আমি তোমার মধুর রাগিনী ।

তুমি কল্পনার সদ্য প্রতিবিম্ব,

আমি তোমার অনুগামিনী ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract