আমার
আমার


এই ঘরদোর কিংবা সুরম্য বসতি,
মরুঝড়ে লণ্ডভণ্ড কখনো সিডর!
একদিন থেমে যাবে বহমান গতি,
কোমলা কুসুম দেহ কাঁপে থরথর।
পৃথিবী আমার আহা সমূহ সম্পদ,
আপন দখলে রেখে কত অহঙ্কার'
প্রভূর আদেশ নামা কে করিবে রদ?
অবশেষে এইসব থাকেনা আমার!
ভুবন ভবন সব পড়ে রবে একা,
সঙ্গী সাথী কেউ নয় সমৃদ্ধ জীবনে,
চলমান এইপথে মিলবেনা দেখা.....
যেতে হবে কোন এক অতি শুভক্ষণে!
'আমার' 'আমার' বলে যত চিৎকার,
শূন্য সব পড়ে রয়--- কী আছে আমার?