আমার আঙ্গিনা
আমার আঙ্গিনা




সময়ের ঘেরাটোপে অলীক স্বপ্নেরা
খেলে যায় কাটাকুটি,
গূঢ় বাস্তবের নিম্নচাপে পৌষের বিকেলেও
আমার আঙ্গিনায় ঝড় বয়,
ভেঙে যায় সব; যত্ন করে পোঁতা খুঁটি।
আমার হলদে স্বপ্নে ওরা
গাদা-গাদা ফাক্যাশে রং দিচ্ছে ঢেলে,
সব যেন আজ মাটি মাটি লাগে
মাটিতে শুধু তীব্র গন্ধ;
পোকায় খাওয়া লাশে।।