STORYMIRROR

Paula Bhowmik

Fantasy Inspirational

4  

Paula Bhowmik

Fantasy Inspirational

১লা বৈশাখ

১লা বৈশাখ

1 min
274

এ তো আর পয়লা এপ্রিল নয়,         

এ যে বাঙালীর পয়লা বৈশাখ।         

মনে রেখো তুমি একলা দুঃখী নও এই পৃথিবীর,

দুঃখকে জয় করতে পারলেই হবে জেনো বীর।


আজ ঠকানোর ‌কোনো বালাই নেই,     

পারলে সকলে বাজাও, জয় ঢাক।    

উলুধ্বনি দাও সাথে, বাজাও শাঁখ।   

    

যা হোক কিছু মিষ্টি মুখে দিয়েই বছরটা হোক শুরু,                 

আশীষ নিয়ে নাও মা-বাবার, ও স্মরণ করো গুরু।


এক বছরের ভাত আরেক বছরে খেতে,

জল ঢেলে দাও নাহয় গরম ভাতে।    


সহযোগীতার মনোভাব নিয়ে 

রেখে হাত আপনজনের হাতে___

এগিয়ে চলো বন্ধু সম্মুখে খুশিমনে ,

শান্তি যেন থাকে ভবিষ্যতের পথে।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy