নতুন জীবন দান করতে চাই বিশ্বকে। মুক্ত হতে চাই সমস্ত প্রতিবন্ধকতা থেকে
উঠতে বসতে জীবন পরাধীন, ফিরবে আর শৈশবের সুদিন?
কলেবর যেন আসমান হতে সমুদ্রতলানিতে ছোটাছুটি করে সহস্রবর্ষের গ্লানিতে
জীবন মানে হাসি মুখে-ত্যাগকে গ্রহণ করা।
জীবনটাই যেন বড় বোঝা জীবনের কাছে প্রতিনিয়ত বাস্তবতার কষাঘাত সহ্য করে
আসলে কিছু বন্ধনই হয়ত মুক্তির খবর আনে।