Manik Goswami
Literary General
AUTHOR OF THE YEAR 2020,2021 - NOMINEE

676
Posts
12
Followers
0
Following

Engineer retired from Central Government Organization.

Share with friends
Earned badges
See all

তুমি তো আমায় দৃষ্টি দিয়েছ, আমার শরীরে প্রাণ; পৃথিবীর রূপ দেখতে পেয়েছি, তোমার সার্থক অবদান। আমায় তুমি শিক্ষা দিয়েছ, জগতে পেয়েছি স্থান; তোমার মমতা, তোমার স্নেহের হয় না গো প্রতিদান।

তুমি যে আমায় আলোক দিয়েছো লালন করেছো তুমি, আমার যতেক ভুলভ্রান্তি নিজগুনে দাও ক্ষমি। তুমি যে আমার পথের দিশারী, আমার জয়ের মালা, প্রণমি তোমায় মা গো আমার উজাড় করে দিও গো মাথায় আশীর্বাদের ডালা।

মায়ের কোলে রেখে মাথা শান্তি খুঁজি সদা, ভারাক্রান্ত, চঞ্চল মন স্বস্তি চাহে সদা। মায়ের আশিস ভরিয়ে নিয়ে এগিয়ে চলি পথে, মা যে আমার সবার সেরা, স্নেহের ছোঁয়া মাথে।

সন্তানের আগামী দিনের পরিচালক মা। স্নেহ, মমতা,শাসন, ক্ষমার মাধ্যমে সঠিক লক্ষ্যের দিশারী মা। ভবিষ্যৎ প্রজন্মের মসৃন পথে এগিয়ে চলার পথপ্রদর্শক মা। তোমায় প্রণাম ।

মায়ের আমার রুদ্রমূর্তি, কালো সমাজের ত্রাস; যা কিছু ভালো রইবে সবই, মন্দের হবে নাশ । সমাজ বাঁচাতে ধর্নায় শিব, পদতলে নেয় ঠাঁই; রাঙা হয় আরো রক্তিম মুখ অবনত লজ্জায় । কঠিন, কঠোর, রুক্ষ তবু মায়ের মনে মায়া, কোমলতার প্রতীক যে মা, ধরণীতে স্নেহ ছায়া ।

আমি জন্মদাত্রী-- আমি মা । আনন্দ-ক্রন্দনে সন্তানের পূজ্য প্রতিমা । আমি দেশ-- আমি জাতি; এক করেছি আমি কৃষক, মজুর, তাঁতি । আমি উজ্জ্বল, আমি ভাস্বর; আমি ভূমিকে করেছি উর্বর । আমি সবুজ-- আমি স্নিগ্ধ; রুগ্ন সন্তানে বাঁচাতে দিই তারে দুগ্ধ । আমি শান্ত, আমি নির্মল; ক্লান্ত সন্তানে আমি পেতে দিই কোল । আমি সহস্র, কোটি; শিখায়েছি সংহতি ।

সেই যে নাড়ির সূত্র ধরে তোমার আমার সম্পর্ক, প্রাণের বন্ধন । সুতোর টানে তোমার প্রতি টান | তোমার দেওয়া সাহস আমার প্রাণ । তোমার আশিস করল বলিয়ান।

বাংলার রূপ দেখিনু আজিকে জোৎস্নায় ভরা রাতে, রূপের পসরা সাজিয়ে নিয়েছে আলোর শুভ্রতাতে।

গভীর রাতে চাঁদের আলো আমার ভালো লাগে, কেনো বলো অমানিশায় তোমার মনে লাগে ।


Feed

Library

Write

Notification
Profile